Crown Business Studies College
ফি জমা
কলেজের হিসাব বিভাগ হতে ক্লিয়ারেন্স নিয়ে ভর্তি ও মাসিক ফি’সহ ঢাকা ব্যাংক, মহাখালী শাখায় নির্ধারিত তারিখ ও সময়ে জমা দিতে হবে।
শিক্ষক
বর্তমানে ০৯ জন স্থায়ী শিক্ষক রয়েছে।
পোষাক
ছাত্রদের জন্য- পিংক কালার শার্ট, কালো প্যান্ট, কালো টাই এবং লেদারের কালো সু।
ছাত্রীদের জন্য- কলারসহ পিংক কালার কামিজ, কালো ওড়না, কালো পাজামা, কালো টাই, কালো ফ্লাট সু।
ছাত্রদের পরিচয়পত্র
কলেজ প্রদত্ত পরিচয়পত্র প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঙ্গে রাখতে হয়। পরিচয়পত্র হারিয়ে গেলে ২০০ টাকা (প্রথম বারের জন্য) এবং পরবর্তীতে ৩০০ টাকা জমা দিয়ে ৩ দিনের মধ্যে Duplicate পরিচয়পত্র সংগ্রহ করতে হয়।
অভিভাবকের পরিচয়পত্র
ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ ২ জন অভিভাবককে বিভিন্ন সময়ে কলেজ কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎকারের জন্য পরিচয় পত্র দেয়া হয়। পরিচয়পত্র ছাড়া কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা হয় না।
ক্লাসে উপস্থিতি
বিনা অনুমতিতে কোন শিক্ষার্থী ৩ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে তার নাম রেজিষ্টার থেকে কেটে দেয়া হয়। এভাবে নাম কাটা গেলে মাত্র ১ বার নাম উঠানো হয়। পরবর্তীতে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হবে। বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য প্রতিদিন ৫০ টাকা হারে জরিমানা দিতে হয়। কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হয়।
আচরণ
কলেজে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আচরণে হতে হয় ভদ্র, বিনয়ী ও শালীন।
ছাত্রদের চুল ছোট রাখতে হয়এবং প্রতিমাসে চুল কাটতে হয়। চুল রং করা, গলায় চেইন, হাতে ব্রেসলেট ও উল্কি আঁকা থেকে বিরত থাকতে হয়।
ছাত্রীদের লিপিস্টিক ব্যবহার, চুল বয়কট, কালার করা, ভারী গহনা পরা, ফোটা/ টিপ দেয়া, নূপুর পরা ইত্যাদি নিষিদ্ধ।
শিক্ষা উপকরণ
প্রতিটি শ্রেণী কক্ষে সেন্ট্রাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম রয়েছে।
সকল বিষয়ের পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়।
পরীক্ষা
উচ্চ মাধ্যমিক কোর্সটিকে ৬ টি সেমিস্টারে বিভক্ত করে প্রতি সেমিস্টারে প্রত্যেক বিষয়ের উপর সাপ্তাহিক, মাসিক ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হয়।
কলেজের পরীক্ষা ব্যবস্থাপনা কম্পিউটারাইজড। সেমিষ্টারের ফলাফল ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অভিভাবকের নিকট পাঠানো হয়।
অন্যান্য
নিয়মিত খেলাধূলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, মাসিক পত্রিকা, বার্ষিকী ও দেয়ালিকা প্রকাশ, সেমিনার, বিতর্ক অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বনভোজনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমও পরিচালিত হয়।